Main Menu

পৌর সভার অনুকুলে ডাস্টবিন হস্তান্তর অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিকল্পিত নগরী, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তিনি বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভাও কাজ করছে।তিনি শুক্রবার বিকেলে পৌরসভার মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নিমিত্তে পৌরসভার অনুকুলে ডাস্টবিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, শহরে থাকা ছোট-বড় খালগুলি এখন নিচিহ্ন। শহরের ড্রেনগুলো পলিথিনে ভরাট হয়ে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধাতার সৃষ্টি হয়। শহরে দিন দিন যানজট বাড়ছে। পৃথিবীর কোন দেশে রাস্তায় নির্মান সামগ্রী রাখা হয়না। আমাদের শহরে রাস্তার উপর নির্মান সামগ্রী রেখে মানুষ বাড়ি-ঘর নির্মান করে। শহরে রিকসা, ইজিবাইকের কোন হিসেব নেই। তাই দিন দিন শহরে যানজট বাড়ছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টি হলেই শহরের রাস্তাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদেরকে নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার করার আহবান জানান। তিনি বলেন, শুধু শহরে ডাষ্টবিন বসালেই চলবেনা। জনগন যাতে তাদের বাসা-বাড়ি ও দোকানপাটের ময়লা-আবর্জনা ডাষ্টবিনে ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমরা পৌর এলাকার ছয়বাড়িয়ায় ডাম্পিং স্টেশন করছি। সেখানে ময়লা-আবর্জনা দিয়ে বিদ্যুৎ প্ল্যান্ট করার চেষ্টা চলছে। এটি এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। তিনি বলেন, পর্যায়ক্রমে পৌর এলাকার সকল সমস্যার সমাধান করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, এনডিসি কিশোর কুমার দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ. এইচ মাহবুব আলম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, শহরবাসীকে ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস করতে হবে। ডাস্টবিন ছাড়া যদি কেউ রাস্তা-বা ড্রেনের উপর ময়লা ফেলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরগন, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ১৭০টি ডাস্টবিন পৌর মেয়র নায়ার কবিরের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা।






Shares