Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪২তম বার্ষিক সাধারণ সভা

+100%-

কবি আল মাহমুদকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ায় ৪২তম বার্ষিক সাধারণ সভা করেছে সাহিত্য একাডেমি। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনটি সংগঠনের নবীন-প্রবীণ সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

সভায় সর্বসম্মতক্রমে বজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকীকে সংগঠনটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন। কবি আল মাহমুদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন আবৃত্তিশিল্পী নুসরাত জাহান বুশরা।

কবি ও গবেষক জয়দুল হোসেন বলেন, আল মাহমুদ কবিতায় এক অনন্য কণ্ঠস্বর। তাঁর কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই সাহিত্যিক তাঁর লেখায় তুলে ধরেছেন তিতাস নদীর কথা। সোনালী কাবিনের বাঁকে বাঁকে তিনি রেখে গেছেন সাহিত্যবোধের অনন্য নজির। আল মাহমুদ ব্যক্তি পরিচয়কে ছাপিয়ে এক অনন্য সাহিত্যিক পরিচয় স্থাপন করে গেছেন, যা তাঁকে বাংলা সাহিত্যে অমর করে রাখবে। তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়াকেও অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন তিনি।

২০২৪ সালে প্রয়াত গুণিজনদের নাম স্মরণ করে সভায় বক্তব্য দেন কবি আমির হোসেন এবং প্রয়াত গুণিজনদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংগঠনের সদস্যদের পরিচিতি, বিগত বছরের কার্যতালিকা পাঠ এবং সংগঠনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক নূরুল আমিন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আসরারুন নবী মোবরক, নারীনেত্রী নন্দিতা গুহ, ফারুক আহম্মদ ভূইয়া, বজলুর রহমান, একেএম শিবলী, পরিমল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী।

এছাড়া সাহিত্য একাডেমির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।