ব্রাহ্মণবাড়িয়া সদর বিএনপির সম্মেলন, তিন পদে প্রার্থী ৯
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৫ জন। আর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন করে। আজ শনিবার শহরের পৌর মুক্তমঞ্চে এই সম্মেলন হচ্ছে।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে ভোটে নির্বাচিত হবেন নেতা। সম্মেলনের প্রস্ততি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন জেলা বিএনপি নেতারা। এতে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূইয়া।
আলোচনার বিষয় হচ্ছে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে হচ্ছেন। ভোটে নেতা নির্বাচন হবে বলে প্রার্থীরা ছুটছেন ইউনিয়নে ইউনিয়নে কাউন্সিলরদের দুয়ারে। ৭৮১ জন কাউন্সিলর ভোট দিয়ে নির্বাচন করবেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ নিয়ে সরগরম এখন জেলা সদর বিএনপির রাজনীতি।
সভাপতি প্রার্থীরা হলো– অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা (রিকশা), জহিরুল ইসলাম চৌধুরী লিটন (মোটর সাইকেল), নুরুল হাসান আলম (গরুর গাড়ি), মো. শামীম মোল্লা (প্রাইভেটকার) ও শাহআলম (ঘোড়া)। সাধারণ সম্পাদক পদের ২ প্রার্থী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন (মোরগ) ও রাহিম উদ্দিন রায়হান (ঘোড়া), সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. সালাউদ্দিন (আনারস) ও শাহানুর ইসলাম (আম)।
গত ২৯ নভেম্বর জেলা বিএনপি সদর উপজেলা বিএনপির নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরদিন থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ। ৫ ডিসেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ। এরপরই গুরুত্বপূর্ণ পদের প্রার্থীরা দিনরাত এক করে ছুটতে শুরু করেন কাউন্সিলরদের কাছে।
মাছিহাতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবদুর রহমান ভূইয়া বলেন, ‘অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও আলমগীর হোসেন এ দুজনকেই আমরা আশা করছি। তারাই সবার কাছে জনপ্রিয়।’
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম বলেন, ‘সম্মেলন নিয়ে উৎসব মুখর পরিবেশ। দীর্ঘ ১৫/১৬ বছর পর আউটডোরে এমন একটা সম্মেলন করার সুযোগ পেয়েছি। আমরা চাই কর্মীরা প্রাণভরে তা উপভোগ করুক। নেতাকর্মীদের মুল্যায়ন হোক।’
সাধারণ সম্পাদক প্রার্থী আলমগীর হোসেনও নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
সভাপতি প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা বলেন, ‘দলের নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে জয়ী হব ইনশাল্লাহ।’ অ্যাডভোকেট রুমা এরআগেও সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। আর আলমগীর সদর উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব।
জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সম্মেলনের প্রস্ততি সম্পন্ন।’