Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার লক্ষ্যে অভিযান

+100%-

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে মশক নিধন ও পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
শনিবার (০৩ আগস্ট) সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ স্প্রে করে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলেন এবং ডেঙ্গুর প্রকোপ যেন ব্যাপকভাবে বিস্তার করতে না পারে সে লক্ষ্যে বাড়ীর আশপাশ আঙ্গিনায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, ডিআইও-১ (বিশেষ শাখা) ইমতিয়াজ আহম্মেদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।






Shares