Main Menu

ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, ইসলামী দলগুলোর ঐক্যের আহ্বান

+100%-

‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাষ্ট্রিয়াল স্কুল মাঠে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, দারসে কোরআন পেশ করা হয়।

খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হাফেজ মুহাম্মদ এমদাদ উল্লাহ সিরাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। জেলা কমিটির সাধারন সম্পাদক এস, এম শহিদ উল্লাহ,র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আহমদ আলী কাসেমী ও প্রধান বক্তা ছিলেন, এ বি এম সিরাজুল মামুন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস মাওলানা আলী আজম কাসেমী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মুফতি ইয়াছিন আহমদ নোমানী, মাওলানা কামাল উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক মাওলানা আকবর হোসাইন, মাওলানা আবুল ফজল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন ভূঁইয়া, ইসলামী যুব মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মুফতি গোলাম রাব্বানী প্রমূখ।

এ সময় খেলাফত মজলিসের বিভিন্ন উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র মজলিস এবং ইসলামিক যুব মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ বলেন, দেশে শান্তি এবং উন্নতি আসতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই এবং দ্বীনি শাসন কায়েমের লক্ষে আলেম উলামাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। পরিশেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘটে।






Shares