ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ডাব বিক্রি, দুই দোকানিকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরিস্থিতে বেশি দামে ডাব বিক্রি করায় দুই ডাবের দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২৭ আগস্ট) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালন করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এসময় ডাবের দোকানে মূল্য তালিকা না থাকা এবং ডাবের ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে ডাব বিক্রির দায়ে দুই দেকানিকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে একটি চক্র ডাব আকাশচুম্বী দামে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে ক্রেতা সেজে দুপুরে জেলা শহরের সদর হাসপাতাল রোড, কুমারশীল মোড় ও ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাবের দোকানে মূল্য তালিকা না থাকা এবং ডাবের ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে ডাব বিক্রি করে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করার দুই ডাবের দেকানিকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সর্তকও করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।