ব্রাহ্মণবাড়িয়ায় দুই লরির মুখোমুখি সংঘর্ষ, দুই চালককে মুমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই লরির চালক গুরুত্বরভাবে আহত হয়েছেন। তাদেরকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে কাউতলী এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন গোপালগঞ্জ সদরের হাসান আলী মোল্লার ছেলে হাসিবুর (৩২) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জাহিদ হোসেনের ছেলে শরীফ (২৬)।
পুলিশ জানায়, রাত ১টার দিকে দুটি কনটেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদেরকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
« ভারতে পালানোর সময় বিজয়নগরে সাজাপ্রাপ্ত ১০ মামলার আসামী গ্রেপ্তার (পূর্বের সংবাদ)