Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে জেলা শহরের কান্দিপাড়া বাবুর বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কান্দিপাড়া মাইমল হাটির মোঃ রিগ্যান পাঠান-(৩৫), একই এলাকার সানজু রাজ-(২২), শহরের কাজীপাড়া দরগাহ মহল্লার মোঃ সায়েম-(২০) ও কাউতলী এলাকার তুষার মিয়া-(১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা শহরের চিহ্নিত ছিনতাকারী।

গ্রেপ্তারকৃত রিগ্যান পাঠানের বিরুদ্ধে সদর মডেল থানায় ৯টি মামলা এবং অন্য তিন জনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সন্ধ্যার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






Shares