Main Menu

বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে-সেতু বাঁধো,মৈত্রী সেতু-শীর্ষক কবিতা সন্ধ্যা

+100%-

tias abritti
নিজস্ব প্রতিবেদক॥ ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে-সেতু বাঁধো,মৈত্রী সেতু-প্রেমের শতদল,শীর্ষক কবিতা সন্ধ্যা।তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে এ কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।সংগঠনের উপদেষ্টা এড.তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম,পৌর মেয়র হেলাল উদ্দিন,শিক্ষাবীদ ড.বিশ্বজিত ভাদুড়ী,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।কবিতা পাঠে অংশ নেবেন ব্রাহ্মণবাড়িয়ার কবি জয়দুল হোসেন,আমির হোসেন,হেলাল উদ্দিন হৃদয়,ত্রিপুরার কবি সৈকত ব্যানার্জি।এলজিইডি,ব্রাহ্মণবাড়িয়া ও সুপার শপ স্বপ্নের সহায়তায় এ কবিতা সন্ধ্যায় আবৃত্তিতে অংশ নেবেন ভারতের আসামের শিলচর থেকে সংহিতা পাল,ত্রিপুরার আগরতলা থেকে শুভ্রজিত ভট্রাচার্য,বাংলাদেশের কুমিল্লা থেকে কাজি মাহতাব সুমন,আবু নাছের মানিক,চট্রগ্রাম থেকে মোজাহিদুল ইসলাম,সেঁজুতি দে,আশিক উল আলম,ব্রাহ্মণবাড়িয়া থেকে রোকেয়া দস্তগীর ও চাঁদপুর থেকে ইফতেখার উদ্দিন কাদরী আরিফ।কবিতাপ্রিয় সকলের উপস্থিতি কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের পরিচালক মো.মনির হোসেন,সহকারি পরিচালক বাছির দুলাল।






0
0Shares