Main Menu

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোকসজ্জা

+100%-
Z

Z

ডেস্ক ২৪ঃঃ বিজয়ের ৪৫ বছরে পা রেখেছে বাংলাদেশ। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস ১৬ ডিসেম্বর  । বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখন্ডের নাম পরিচয়ের দিন। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। ১৫ ডিসেম্বর রাত থেকেই শহরের প্রাণকেন্দ্র পৌরসভা, জেলা প্রশাসকের অফিস, পুলিশ সুপারের কার্যালয়দ, এলজিইডি, সড়ক ভবন, পিডব্লিউডি, সিভিল সার্জন অফিস সহ বিভিন্ন স্থাপনায় করা হয়েছে আলোকস্জ্জা। লাল সবুজের এই আলোকসজ্জা মানুষকে আকৃষ্ট করছে। বীরশ্রেষ্ঠ স্তম্ভে আলোকসজ্জার পাশাপাশি লাগানো হয়েছে বাঙ্গালীর স্বাধীনতার লাল সবুজের পতাকা।

‚

‚

»

»

dav

Ú

Ú

˜

˜

È

È

dav

‚

‚

Š

Š

÷

÷

V

V

ü

ü






Shares