বিএনপি নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদান সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির বিবৃতি
গত ১৮ ডিসেম্বর রোজ শুক্রবার জেলা বিএনপির সহ¯্রাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান সম্পর্কিত ভিত্তিহীন বানোয়াট মনগড়া বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত সংবাদে হাতেগোনা গুটি কয়জনের নাম উল্লেখ পূর্বক আওয়ামীলীগে যোগদানের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে হাসান কমিশনারকে প্রায় ৪ বৎসর আগে দলের ওয়ার্ড বিএনপির পদ থেকে বহিস্কার করা হয়। অন্যজন আব্দুল ওয়াহিদ খান লাভলু দল বদলের অতীত অভিজ্ঞতায় পারদর্শী ডিগবাজিবাজ হিসেবে পরিচিত যিনি আওয়ামীলীগ থেকে জাতীয়পার্টিতে আবার বিএনপি হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। দলবদলই যার প্রধান পরিচিতি, তার বিএনপি দলীয় রাজনীতিতে কখনও কোন ভূমিকা ছিলনা। তার দল ত্যাগে বিএনপি বা জনগণের মধ্যে নূন্যতম কোন প্রভাব পড়বে বলে জেলা বিএনপি মনে করে না। এছাড়া পত্রিকায় উল্লেখিত যে কজনের নাম এসেছে তাদের কেহই জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক পদধারি কেহ নয়। এমনকি প্রাথমিক সদস্যভুক্তও কেহ নয়।
সতরাং যোগদানের যে নাটক মঞ্চস্থ হয়েছে এহেন সংবাদে দলের কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি এড: শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি মোবারক মুন্সি, সহ-সভাপতি এড: গোলাম সারোয়ার খোকন, সাবেক সহ-সভাপতি মো: রফিকুল হক, সাবেক সহ-সভাপতি ও জেলা বারের সভাপতি এড. আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক (১) এড: আনিসুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সম্পাদক জেলা বারের সাধারণ সম্পাদক এড. তরিকুল ইসলাম রুমা, সাবেক যুগ্ম সম্পাদক হেফজুল বারী, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, সাবেক যুব বিষয়ক সম্পাদক এমদাদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল করিম, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু শামীম মো: আরিফ, সাবেক প্রচার সম্পাদক মো: নজীর উদ্দিন আহমেদ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাহার চৌধুরী, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক আপ্যায়ন সম্পাদক আতাউর রহমান মোল্লা টিপু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এড: শামুসজ্জামান চৌধুরী কানন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা বসির স্মৃতি প্রমুখ।প্রেস রিলিজ