Main Menu

বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সারাদেশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে —-মোকতাদির চৌধুরী এমপি

+100%-

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল হাই একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও আইডিয়াল হাই একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর কবির, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল হাই একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সারাদেশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমরা আলোকিত শিক্ষা ব্যবস্থার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমাদের দেশ শিক্ষাক্ষেত্রের সাফল্যে অনেকদূর এগিয়েছে। এর ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। তিনি আইডিয়াল হাই একাডেমির ভবন নির্মাণের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানটির জন্য আমার সহযোগিতা থাকবে। আমি এর সাফল্য কামনা করি।



(পরের সংবাদ) »



Shares