বর্তমান পৌর পরিষদের সময়ে শহরের গুরুত্বপূর্ন অনেক রাস্তা ও ড্রেনের কাজ বাস্তবায়ন করা হয়েছে::মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন দেনার দায় নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছি। ঋণগ্রস্ততার কারনে কোন দাতা সংস্থা পৌরসভায় কোন উন্নয়ন প্রজেক্ট দিতে রাজি হয়নি। নানান প্রতিকুল অবস্থায় পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়ে দাতা ও উন্নয়ন সংস্থার শর্ত অনুযায়ী পৌরবাসীর সহায়তার রি-এসেস্টমেন্ট সম্পন্ন করেছি। বিদুৎতের বিল ও বিএমডিএফ প্রকল্পের বকেয়া বিল পরিশোধ করেছি। বিভিন্ন দাতা সংস্থার অফিসে যোগাযোগ করে পৌরসভার উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট এনেছি। বর্তমান পৌর পরিষদের সময়ে এসব প্রজেক্টের মাধ্যমে শহরে গুরুত্বপূর্ন অনেক রাস্তা ও ড্রেনের কাজ বাস্তবায়ন করা হয়েছে। যার কারনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এখন দেশের অন্যতম পৌরসভাগুলোর একটি।
মেয়র গতকাল সকালে পুনিয়াউট উত্তরপাড়ার বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, এড. আবু তাহের, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ তাজুল ইসলাম খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মুরাদ খান, হাজী মোঃ শাহজানা খান, রেজাউর রহমান বকুল, সাহেদ মিয়া, খলিল মিয়া, মনিরুল ইসলাম আপু, সেলিম মিয়া, বোগদাদ মিয়া প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত নসাধারণ সম্পাদক মোঃ জামাল খান।প্রেস রিলিজ