বন্যার্তদের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ত্রাণ তহবিলে ডে-নাইট হাসপাতালের ওরস্যালাইন-ট্যাবলেট প্রদান
নিজস্ব প্রতিবেদক: অসহায় বন্যার্তদের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গঠিত ত্রাণ তহবিলে এক হাজার প্যাকেট ওরস্যালাইন ও তিন হাজার পাঁচশো পিস ট্যাবলেট প্রদান করেছে আশুগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিক ‘ডে-নাইট হাসপাতাল’।
সোমবার দুপুরে হাসপতালটির চেয়ারম্যান হাসান ইমরান পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) এর কার্যালয়ে তার হাতে এ স্যালাইন ও ট্যাবলেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আবু সাঈদ ও ডে-নাইট হাসপাতালের পরিচালক জিয়াউল হক।
বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) ডে-নাইট হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি বন্যার্তদের সাহায্যে সমাজের সকল সমার্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।
« শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পর মাতা-পিতার ভূমিকা অপরিহার্য্য:অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান (পূর্বের সংবাদ)