বঙ্গবন্ধুর দর্শনের উপরে বাংলাদেশকে দাঁড় করানো হচ্ছে::জেলা যুবলীগের যুব সমাবেশে মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি এমপি বলেছেন বঙ্গবন্ধুর দর্শনের উপরে বাংলাদেশকে দাঁড় করানো হচ্ছে।
সেই লক্ষ্যে আসুন আমরা সকলে মিলে কাজ করি।
একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ি। যেখানে দারিদ্রতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, ধর্মান্ধতা থাকবে না। একটি বিজ্ঞান সম্মত একটি সমাজ গঠন হবে।
তিনি গতকাল শনিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের আয়োজনে যুব সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা যুবলীগের সভাপতি মো: শাহানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আবুল কালাম ভূইয়া প্রমূখ।
জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নেতা আলামীনুল হক আলামীন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, শহর যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরান আলী মামুন, আল আমীন সওদাগর প্রমূখ।
অনুষ্ঠিত যুব সমাবেশে জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগের অন্তভুক্ত সকল উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
« নবীনগরে নিখোঁজের ৮ দিন পর মাদ্রাসা ছাত্রীর গলিত লাশ উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটর সাইকেল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি, ২ কর্মকর্তা গুলিবিদ্ধ »