ফাঁদে ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নিল চৌধুরী
বেসকারি টেলিভিশন যুমনায় প্রচারিত অপরাধ অনুসন্ধানীমূলক অনুষ্ঠান “ফাঁদ” এ এবার অভিনয় করছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান স্বপ্নিল চৌধুরী। বাস্তব ঘটনার প্রতিফলনে অভিনেতা অভিনেত্রীর সহায়তা নেয় যমুনা। তারই ধারাবাহিকতায় ফাঁদের এবারের পর্বের প্রধান চরিত্রে অভিনয় করছে স্বপ্নিল। স্বপ্নিল তার ফেসবুকে এ নতুন অভিজ্ঞতায় সকলের দোয়া প্রত্যাশা করছেন।
স্বপ্নিলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাইশমৌজা এলাকার উত্তর লক্ষীপুর গ্রামে। সে ওই গ্রামের সাব বাড়ির আব্দুল মান্নান ও শামীমা মান্নানের বড় ছেলে। স্বপ্নিল ব্যবসায় শিক্ষায় স্নাতক করেছেন। অভিনয়ে তার হাতে খড়ি বিশিষ্ট চলচিত্রকার ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত চারুনীড়ম থেকে। বর্তমানে সে ঢাকার একটি স্বনামধন্য থিয়েটারে কাজ করছে।
স্বপ্নিলের অভিনিত টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে, ফিরে এলো রুপবান, এংগার স্টোরিজ, তোমায় দেখতে লাগে ভালো, ইটস অল অব্যাউট আস, একজন রুপবানের গল্প, নাইন এন্ড এ হাফ।