Main Menu

“দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী

প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রাখতে হবে ………………জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

“দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ফারুকী পার্ক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেরা সোবাহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান চৌধুরী, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রদান শিক্ষক নাঈমা জান্নাত প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেহের নিগার। অনুষ্ঠান পরিচালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক এস,এম শাহিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। বর্তমানে সরকার দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন রকম কর্মসূচী হাতে নিয়েছে। সরকারের নেয়া কর্মসূচীগুলি আমরা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে যেকোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগই আমাদের সামনে আসলে তা আমরা মোকাবেল করতে পারব।






Shares