প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জলে, স্হলে ও অন্তরীক্ষে জয় লাভ করেছে::মোকতাদির চৌধুরী এমপি




শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের এ মোনেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত একটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ২ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা “এ. মোনেম কলেজ”, ৮১.২৯ লক্ষ টাকা ব্যয়ে ২ তলা “বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়” ও ৭৯.৩৮ লক্ষ ব্যয়ে ২ তলা “বিজেশ্বর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর শুভ উদ্বোধন করেন ।
মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জলে, স্হলে ও অন্তরীক্ষে জয় লাভ করেছে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, সরকার আপনাদের ১২৩% বেতন বাড়িয়েছে, নতুন ভবন দিয়েছে। এর বিনিময়ে আমরা আপনাদের ভোট চাই না, আমরা চাই বিদ্যালয়ের ভাল ফলাফল।
রামরাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল মিয়া, এ মোনেম মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ.এস.এম. মাইনউদ্দিন মোনেম।
« নিজের দেশের পাশাপাশি বাংলাদেশকেও শুভেচ্ছা বিরাটের (পূর্বের সংবাদ)