Main Menu

প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগনের কল্যাণে সততা , নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে_ বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান

+100%-

চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগনের কল্যাণে সততা , নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন,সংস্কৃতির রাজধানী বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ। এজেলায় কাজ করে আনন্দ পেয়েছি। আপনারাও আনন্দ পাবেন। আর এ আনন্দ খুজেঁ নিতে হবে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী।

সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, সিভিল সার্জন ডাক্তার নিশীত নন্দী মজুমদারসহ জেলার বিভিন্ন সরকারী দফতরের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।






Shares