পৌর সম্পদ ব্যবহার করা নাগরিক অধিকার, রক্ষণা বেক্ষণ করাও সকলের নাগরিক দায়িত্ব:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন ব্রহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। এ জন্য পৌরসভার রাস্তা-ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর নির্মাণ ও সংস্কার এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। তিনি বলেন, রাস্তা-ড্রেন, স্ট্রিটলাইট ইত্যাদি রাষ্টীয় সম্পদ যা সমাজের সকল নাগরকগন ব্যবহার করে থাকে। এ গুলি ব্যবহার করা যেমন নাগরিক অধিকার তেমনি ভাবে এগুলির রক্ষণা বেক্ষণ করাও সকলের নাগরিক দায়িত্ব। সুনাগরিক হিসেবে এ দায়িত্ব পালনে পৌরবাসী সকলকে এগিয়ে আসতে হবে।
মেয়র গত বুধবার বিকালে কান্দিপাড়া শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়াবাড়ী মন্দিরের সামনের রাস্তার নাম ফলক উদ্বোধন কালে বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কান্দিপাড়া শ্রী আখড়াবাড়ী শান্তি কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী রঘুনাথ জিউর আখড়া মন্দিরের গুরুদেব শ্রী হরি আনন্দ গোস্বামী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম, জেলা চেম্বারের উর্দ্ধতন সহ সভাপতি মোঃ আশরাফুল আলম মাহফুজ, সাধু মিয়া, হাজী ইকবাল খান, মোঃ খলিলুর রহমান, মাশু মিয়া, মস্তুু মিয়া, আসাদুজ্জামান শাহিন, মোঃ রাশেদুল হক, মোঃ নোমান, শাহীন মিয়া, কান্দিপাড়া শান্তি কমিটির উপদেষ্ঠা তপন চৌধুরী, নারায়ণ সাহা, সভাপতি ঝুটন রায়, সাধারণ সম্পাদক মোঃ শ্যামল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।প্রেসনোট