পৌরসভার ড্রেনসূমুহকে ডাষ্টবিন না বানাতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন মেয়র মোঃ হেলাল উদ্দিন
পশ্চিম মেড্ডা রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নিজেদের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের আশে পাশের রাস্তা বা ড্রেনের উপর ময়লা ফেলা যাবে না। মেইন রোডের যেখানে পৌরসভার পরিচ্ছন্নতার গাড়ি প্রবেশ করতে পারে সেখানের ডাষ্টবিন বা নির্ধারিত স্থানে ময়লা আর্বজনা ফেলবেন। তাহলে প্রতিদিন সহজেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এসে ঐ ময়লা আবর্জনা অপসারণ করতে পারবে। বক্তব্যে তিনি আরো বলেন, পৌরসভায় প্রায় ১৪০ কিঃমিঃ ড্রেন রয়েছে কিন্তু এতো বিশাল পরিমান ড্রেন পরিস্কার করার জন্য পৌর প্রর্যাপ্ত সংখ্যক লেবার নেই। ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য নতুন লেবার সহজে পাওয়া যায়না। সবাই যদি পৌরসভার ড্রেনে ময়লা ফেলে তাহলে পৌরসভার পক্ষে তা পরিস্কার করা কষ্টকর। তাই নিজেদের বাড়ির ময়লা নিজেরাই পরিস্কার করতে হবে। পৌরবাসী সকলের কাছে অনুরোধ কেউ পৌরসভার ড্রেন কে ডাষ্টবিন বানাবেন না। মেয়র গতকাল সকালে পশ্চিম মেড্ডা (বড় বাড়ি) আনু মেম্বারের বাড়ির পাশের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। তিনি ব্যক্তি ও সামাজিক উদ্দ্যোগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার,এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ মলাই মিয়া, সাবেক কমিশনার আতিকুর রহমান রিপন, এড. মোঃ শামিম, এড. উজ্জ্বল, মোঃ রহমান মিয়া, মোঃ জামাল উদ্দিন শরিফ, মোঃ সাচ্চু মিয়া, মোঃ শাহ আলম, মোঃ নাছির মিয়া, মাহতাব হোসেন, খাজা মিয়া, মোঃ শরিফ, রাকিব হোসেন, কুতুব মিয়া, এড. মাসুম, মোঃ নুরুল ইসলাম, মোঃ আলী, উপ-সহকারি প্রকৌশলী সুমন দত্ত, ফয়সাল আহমেদ ওয়াকার প্রমুখ। পরে মেয়র রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল¬াহ তালার দরবারে মোনাজাত করেন।