Main Menu

নিয়মিত চিকিৎসা করলেই যক্ষ্মা ভাল হয়:: সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার

+100%-

IMG_0169সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার বলেছেন, যক্ষ্মা রোগে একসময় জনমনে আতংক ছিল এখন নিয়মিত চিকিৎসা করলেই যক্ষ্মা ভাল হয়। সরকার মানুষের স্বাস্থ্য সেবায় নানা মূখি পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান প্রতিনিয়ত যক্ষ্মাসহ বিভিন্ন রোগও স্বাস্থ্য সেবায় কাজ করছে। মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হলে আমরা বিভিন্ রোগ থেকে মুক্তি পেতে পারি। সিভিল সার্জন গতকাল বৃহস্পতিবার সকালে তার সিভিল সার্জন সভাকক্ষে স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের উদ্যোগে গণমান্য ব্যাক্তিদের যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। এতে বক্তব্য রাখেন ব্রাকের জেলা ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন আকন্দ, মেডিকেল অফিসার ডাঃ আবদুল কাদের নোমান, কমরেড মোঃ নজরুল ইসলাম, এনজিও কর্মী এস এম শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ প্রমূখ। সভায় মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, ইউপি সদস্য, ইমামগণ উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ






Shares