নানান সিমাবদ্ধতা সত্তেও একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত আছে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ছয়বাড়িয়ায় রাস্তা ও ড্রেন নির্মণ কাজ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের নানান সিমাবদ্ধতা রয়েছ। অর্থসংকট, জনবলের অপ্রাতুল্লতা এবং প্রযুক্তিগত সহায়তার অভাব আমদের চেষ্টায় বাধা প্রদান করছে। কিšু‘ তারপরও নানা প্রতিকুলতা সত্তেও আমরা একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখব। তিনি বলেন পৌরসভার প্রত্যেক এলাকাই বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। তিনি এসব উন্নয়ন কাজ সম্পাদনে সকলের সহোযোগিতার করার আহবান জানান। এসময় তিনি পৌরসভার উন্নয়ন কাজের ধারবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন। মেয়র গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার ছয়বাড়িয়ায় ড্রাইভার মনিরুল ইসলামের বাড়ির পাশের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, মহিলা কাউন্সিলর শামিমা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজি ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ মিয়া, মোঃ ইউনুছ মিয়া, মোঃ ফারুক মিয়া সর্দার, হাসু মিয়া সর্দার, বাবুল মিয়া সদার, হাসান মিয়া সর্দার, শাহিন আহমেদ সর্দার, নুরুল ইসলাম, জাকির হোসেন, দুলাল মিয়া, নান্নু মিয়া, মনির হোসেন প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।