দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নাগরিক কল্যাণ পরিষদের কার্যক্রম সময়োপযোগীঃ জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। নাগরিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি সমাজ সেবক কমরেড মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়নের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিক। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নাজমুল হক নাজু, মিজানুর রহমান, এম.এ মালেক, ফজিলাতুন নাহার, সদস্য আবুল কালাম নাঈম, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, পিটিআই এর সাবেক সুপারিনটেনডেন্ট কফিল উদ্দিন, কাজী শামীমা রহমান, এহসান দাউদ ডেভিড, জিয়াউর রহমান মনির, রবিউল ইসলাম চৌধুরী মানিক, তারিকুজ্জামান জুম্মান, ইমদাদুল হক সুমন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর তালুকদার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, নাগরিক কল্যাণ পরিষদের কার্যক্রম সময়োপযোগী। তিনি নাগরিক কল্যাণ পরিষদের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান। শহরের সৌন্দর্য্যরে কথা কথা উল্লেখ করে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য নাগরিক কল্যাণ পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি ইয়াকুব আলী মাস্টারের সুস্থতা কামনায় দোয়া করা হয়।