ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য বিকাশে সম্মিলিত ভূমিকার আহবান
নতুনমাত্রার উদ্যোগে “একুশের দীপ্তি”কাব্য সংকলনের মোড়ক উন্মোচন
ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে ভ’মিকা রাখার দৃঢ় প্রত্যয়ে সাহিত্য সভায় নতুনমাত্রার উদ্যোগে “একুশের দীপ্তি”কাব্য সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।
নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন এর সভাপতিত্বে মোড়ক উন্মোচনে অতিথি ছিলেন কবি আবদুল মান্নান সরকার, কবি মহিবুর রহিম, কবি আমির হোসেন,কবি দেওয়ান মারুফ, কবি মানিক রতন শর্মা, সাহিত্য একাডেমির সম্পাদক নুরুল আমিন আশরাফ, কবি লিটন হোসেন জিহাদ,জামিনুর রহমান, আবুল খায়ের , কবি গোলাম মোস্তফা প্রমুখ । কবিতা নিয়ে আলোচনা করেন প্রকাশনার সহ সম্পাদক সৈয়দ মারুফ, মোঃ সাব্বির হোসেন, হাবিবুল হক রাজ্জি, কবি শাহাদাত হোসেন সোহেল, আদিত্য কামাল,কবি রিপন দেবনাথ, কবি হালিমা খানম, সিরাজুম মনিরা শশী, কোহিনুর আক্তার,মোঃ সায়মন মৃধা, মুসা বিন নূর। স্বাগত বক্তব্য রাখেন একুশের দীপ্তি সংকলনের নির্বাহী সম্পাদক নুসরাত জাহান জেরিন।
উল্লেখ্য, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন মাত্রার উদ্যোগে একুশের দীপ্তি সংকলন প্রকাশ হয়। এই সংকলনে ৩৮ জন কবির কবিতা ছাপা হয়েছে।প্রেস রিলিজ