জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সামসুল হক, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত পিপি এড. এস এম ইউসুফ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য একটি মহল সোচ্ছার। তাদের রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সদর হাসপাতালের দালাল চক্র, রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারীদের রোধ করতে মোবাইল কোর্ট চালু আছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরাইল বিশ্বরোড ও আশ পাশের এলাকার অবৈধ ফুটপাত উচ্ছেদের ব্যবস্থা জরুরী ভিত্তিতে করা হবে। তিনি পৌর এলাকার ফুটপাত উচ্ছেদে পৌর মেয়র নায়ার কবীরের সার্বিক সহযোগিতা কামনা করেন।