Main Menu

জেলা ছাত্রদল:: ছাত্রদল সভাপতি শামীম মোল্লা সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ সহ ৪২ জন নেতা কর্মীকে জেলে প্রেরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবী

+100%-

muktiপ্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন বর্তমান ফ্যাসিষ্ট স্বৈরাচারী সরকার দমন পীড়নের মাধ্যমে বিরোধী দল-মত দমনের ধারাবাহিকতায় বিগত সরকার বিরোধী আন্দোলনকে ব্রাহ্মণবাড়িয়ায় স্তব্দ করার লক্ষ্যে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একাধিক মামলা দায়ের করে।
গত সোমবার জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবীর আখন্দ সহ জেলা বিএনপি যুবদল, ছাত্রদলেরর নেতা কর্মীরা আইনে প্রতি পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে কোর্টে হাজির হয়ে জামিন আবদেন করলে তাদের জামীন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের এহেন দমন পীড়ন মামলা ও গ্রেফতার এর কঠোর সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়ে নিরপরাধ ষড়যন্ত্রের শিকার কারাবন্দি জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবীর আখন্দ সহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল আটককৃত সকল নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান।
বিবৃতি দাতারা হলেন, জেলা ছাত্রদল সহ-সভাপতি জসিম উদ্দিন, সিহাব উদ্দিন চপল, তাউবুল ইসলাম কার্জন, ইকবাল হোসেন রাজু, মীর জালাল, এনামুল হক জুয়েল, শরীফুল আলম লিটন, যুগ্ম সম্পাদক বায়েজিদ আহমেদ হেলাল, সৈয়দ তৈমুর, অসি উদ্দিন মেহেদী, ইসমাইল হোসেন উজ্জ্বল, এনামুল হক এনাম, আজহার হোসেন চৌধুরী দিদার, সাংগঠনিক সম্পাদক শেখ মো: হাবিবুল্লাহ প্রমুখ।






Shares