জামিয়া ইউনুছিয়ায় রহস্যপূর্ণ হামলার নেপথ্য উদঘাটন , দ্রুত বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে— ইসলামী শ্রমিক আন্দোলন
সোমবার গভীর রাত পর্যন্ত দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলা, ভাংচুর, গুলিবর্ষন ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দ হামলার রহস্যভেদ, অপরাধীদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান ।
নেতৃবৃন্দ বলেন, শতবর্ষী এই দ্বীনি কেন্দ্রে নজিরবিহীন হামলা করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কলিজায় আঘাত করা হয়েছে ।
এ ঘটনায় আওয়ামী সরকার ২০০১ সালের ঘটনার পুনরাবৃত্তি করে তাদের পতনের পথই তরান্বিত করলো । মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে
সংগঠনের জেলা সভাপতি মাহমূদুল হাসান হিফয্, সাধারণ সম্পাক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সফিকুল ইসলাম আজিজী এসব কথা বলেন
« কসবায় দুধর্ষ ডাকাতি:: নগদ টাকা স্বর্ণ অলংকার মোবাইল লুটে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙ্গালী সংস্কৃতি ধ্বংসের লক্ষে মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ সুপরিকল্পিতভাবে সারা শহরে হামলা করেছে–জেলা আওয়ামীলীগ »