কুমিল্লা-সিলেট মহাসড়কে থেমে থেমে যানজট :: চরম ভোগান্তি যাত্রীদের।
ডেস্ক ২৪:: সড়কের অর্ধেক জায়গাজুড়ে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির চাপ বেড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে থেমে থেমে দিনভর যানজটের সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকেই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা ও আখাউড়া উপজেলার ধরখার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত দুই সপ্তাহ আগে মহাসড়কের ঘাটুরা ও ধরখার এলাকায় সড়কের অর্ধেক জায়গা খুঁড়ে সংস্কার কাজ করা হচ্ছে। এতে সড়কটি সরু হয়ে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। যানজট কখনো কখনো মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, সংস্কার কাজ চলায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে এ পরিস্থিতি মোকাবেলার জন্য মাটির শোল্ডার মজবুত করা হয়েছে। যাতে যানবাহনের এক চাকা চলে গেলেও পুরো গাড়িটি যেতে পারে। ঠিকাদারের পক্ষ থেকে জানানো হয়, এ রাস্তার কাজ শেষ হতে এপ্রিল মাস নাগাদ লাগতে পারে। আমরা সার্বক্ষণিক জনবল নিয়োগ করেছি।
তাছাড়া কোনো গাড়ি ফেঁসে গেলে যাতে উদ্ধার করা যায় সেজন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে।