কাউতলীতে উচ্ছেদ অভিযানে বাঁধা, ব্যবসায়ি আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়ায় মাইনউদ্দিন নামে এক ব্যবসায়িকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে মার্কেট কমিটির অনুরোধে মুচলেকা দিয়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়। মাইনউদ্দিন শহরের কান্দিপাড়ার মরতুজ আলীর ছেলে।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ফুটপাত মুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি মার্কেটের ব্যবসায়ীদেরকে মার্কেটের সামনে অবৈধভাবে রাখা মোটর সাইকেলগুলো সরিয়ে নিতে নির্দেশ দিলে ব্যবসায়ি মাইনউদ্দিন নির্দেশ অমান্য করে উল্টো ব্যবসায়ীদেরকে নিয়ে আন্দোলনের ডাক দেন এবং তাদেরকে দোকান বন্ধ করতে বলেন। এ সময় মাইনুদ্দিন ভ্রাম্যমান আদালতের সাথে থাকা আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সাথেও খারাপ আচরণ করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস বলেন, বুধবার দুপুরে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের ফুটপাতের অবৈধভাবে রাখা মোটর সাইকেল সরাতে বললে ব্যবসায়ি মাইনউদ্দিন ভ্রাম্যমান আদালতের অভিযানে বাঁধা দেয়। সে ব্যবসায়িদের দোকান বন্ধ করতে বলেন। পরে মাইনউদ্দিনকে আটক করে থানায় আনা হয়। পরে মার্কেট কমিটির নেতৃবৃন্দের অনুরোধে মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়।