ঐতিহ্যবাহী টাউন খালকে পূনঃখনন করে পানি স্রোত পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে হবে —-ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির
সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সভা পৌর ভবনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালকে পূনঃখনন করে পানি স্রোত পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে পৌর পরিষদকে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় এবং তিতাস নদীর সাথে পশ্চিমাঞ্চলের যোগাযোগের বন্ধন হিসেবে এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সময় নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য পৌর পরিষদসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করার আহবান জানান।