Main Menu

এনটিভি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে :এনটিভির ১৬বছর পদার্পণ অনুষ্ঠানে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এনটিভির ১৫ বছর পূর্তি ও ১৬ বছর পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় তিনি বলেন, দু’বার আগুনে পুড়ে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও তাদের দক্ষতায় পুণরায় ঘুড়ে দাড়িয়েছে, তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। চ্যানেলটি স্থানীয় সমস্যা তুলে ধরার পাশাপাশি, দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড সঠিক ভাবে প্রচারের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রির্পোটার শিহাব উদ্দিন বিপু। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, জেলা বিএমএর সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিনের সঞ্চালনায় এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মাণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, সমকালের স্টাফ রিপোর্টার আবদুর নুর, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, বি.সেট ভিশনের পরিচালক সেলিম খন্দকার।

পরে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে সকালে স্থানীয় সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। অনুষ্ঠানে সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা নবীর হোসেন ও সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।






Shares