Main Menu

এক সিগন্যালে চলতে চায় ব্রাহ্মণবাড়িয়ার ক্যাবল অপারেটররা

+100%-

cable7316স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার সবকটি উপজেলার বৈধ ক্যাবল অপারেটররা একটি মাত্র সিগন্যাল ব্যবহার করে চলতে চায়। এরই ধারাবাহিকতায় ‘এক সিগন্যাল এক জেলা, এক সাথে পথ চলা- সর্বোপরি ব্রাহ্মণবাড়িয়া জেলা’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাবল অপারেটরদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের স্মৃতি চাইনিজ এর হলরুমে ব্রাহ্মণবাড়িয়া বি-সেট ভিশনের উদ্যেগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার ক্যাবল অপারেটরগন উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া বি-সেট ভিশনের পরিচালক মো. সেলিম খন্দকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বি-সেট ভিশনের পরিচালক আলী আসিফ গালিব, মো. জাকিরুল হক, নাজমুল হক সেলিম, আশুগঞ্জের ক্যাবল অপারেটর মনিরুল ইসলাম, আল মামুন, মো. শাহজাহান, জীবন ভ’ইয়া কালাম, সরাইলের ক্যাবল অপারেটর মো. মাসুদ, শিকুল পারভেজ, ইফতেখার আলম, নাসিরনগরের প্রদিপ, সুলতারপুরের শেখ হেলাল উদ্দিন, বিজয়নগরের মনিরুজ্জামান ভ’ইয়া মিন্টু, মো. মিজানুর রহমান, মো. তানজিন, মো. আজিম কসবার কামাল, কামরুল ইসলাম, নাসির উদ্দিন, , আখাউড়ার জাবেদ খান, খালিদ মো. তারিক, কামাল সরকার, জাহাঙ্গির আলম, জাহিদুল ইসলাম, ফয়েজুল ইসলাম রায়হান, এমনুন মোহাব্বের, ওবায়দুর রহমান, সঞ্জয় কর্মকার প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ক্যাবল অপারেটররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সকল বৈধ ক্যাবল অপারেটরদের নিয়ে একটি কমিটি গঠন ও এক সিগন্যাল নিয়ে জেলা শহর সহ সকল উপজেলায় ক্যাবল ব্যবসা পরিচালনা করার জন্য একমত পোষন করেন।






Shares