Main Menu

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে চমক সৃস্টি করেছে উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় প্রথম বারের মতো অংশ নিয়ে ভালো ফলাফল করেছে জেলা সদরের সর্বপ্রথম ও একমাত্র বেসরকারি মহিলা কলেজ উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ। উক্ত কলেজের পাশের হার ৬৭ শতাংশ। ফলাফল প্রকাশের পর কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট এবং অত্র কলেজের অধক্ষ্যের সাথে যোগাযোগ করে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশনেন ৩০জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ২০ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ১ জন, মানবিক বিভাগ থেকে ১৪জন ও ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে ৫জন পরীক্ষার্থী পাস করেছে।

উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন প্রথম বারের মতো কলেজটির শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে যে ফলাফল করেছে তাতে তিনি জেলার সকল স্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, কলেজের শিক্ষকমন্ডলী এবং পরিচালক ও কলেজে কর্মরত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে আগামীতে কলেজের ফলাফল ভালো করতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।






Shares