Main Menu

ইভটিজিং মাদক ও জঙ্গিবাদ রোধ করতে সমাজের সচেতন সকলে এগিয়ে আসতে হবে —ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোঃ নবীর হোসেন

+100%-

শনিবার বাদ আছর শহরের কাউতলী জামে মসজিদ প্রাঙ্গনে ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কাউতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহিম সর্দার, সেলিম রেজা হাবিব, পৌর কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন, হাজী আবু বক্কর সিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য সাফায়েত আলম, সোহরাব হোসেন, মুফতি আবু সালেহ প্রমুখ।

সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে ইভটিজিং মাদক ও জঙ্গিবাদ রোধ করতে সমাজের সচেতন সকলে এগিয়ে আসতে হবে। সামাজিক অবক্ষয় রোধে সচেতন নাগরিকদের ভূমিকা রাখা অত্যন্ত জরুরী। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের শান্তি শৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের শান্তি শৃঙ্খলা ও জানমাল রক্ষায় আমরা সবসময় বদ্ধ পরিকর।






Shares