“আশার উদ্যোগে” ব্রাহ্মণবাড়িয়ায় পোল্ট্রি খামারীদের প্রশিক্ষণ অনুষ্টিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রশিক্ষণ কক্ষে পোল্ট্রি খামারীদের সারাদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনু্িষ্টত হয়।
বেসরকারী উন্নয় সংস্থা আশার উদ্যোগে তাদের এগ্রিবিজনেস প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০ জন পোল্ট্রি খামারীকে প্রশিক্ষণ করান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বজলুর রশিদ, উপজেলা (কসবা) প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম ও আশার সিডিএম জনাব মোঃ আবু তাহের চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশার সিআরএম আশীষ রঞ্জন ধর, সিবিএম চন্দন কুমার দেব, এএসই মোঃ জুবায়ের ইবনে সাঈদ, বিএম মোঃ নূরে আলম চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তৃতায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জরাব ডাঃ মোঃ বজলুর রশিদ, উক্ত প্রশিক্ষণকে প্রাণী সম্পদ বিভাগ, খামারী ও আশার মধ্যে এক সেতু বন্ধন হিসেবে অখ্যায়িত করেন। আশার সিডিএম মোঃ আবু তাহের চৌধুরী আগামীতে মৎস্য ও কৃষি বিষয়ে অনুরূপ প্রশিক্ষনের আয়োজন করবেন উল্লেখ করে বলেন এটি আমাদের কাজের অংশ, এছড়াও নিজস্ব আয় থেকে শিক্ষা চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে সামাজিক সেবা কার্যক্রম চালু আছে।প্রেস রিলিজ