Main Menu

আলেম সমাজ ও সাংবাদিকদের সম্প্রীতি সভা অনুষ্ঠিত ॥ সংকটের অবসান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার নেতৃবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে সৃষ্ট সংকট নিরসনকল্পে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার আলেমবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের মধ্যে এক সম্প্রীতি সভা বুধবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের মধ্যস্থতায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক, জামিয়া ইউনুছিয়ার পক্ষে বিশিষ্ট চিকিৎসক বজলুর রহমান, মাওলানা সাজিদুর রহমান, মুফতি মুবারক উল্লাহ, আবদুর রহিম কাশেমী, মুফতি আবদুল হক, মাওলানা বোরহান উদ্দিন কাশেমী, মাওলানা জয়নাল আবেদীন বাকাইলী, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মাওলানা আলী আজম প্রমুখ নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, আ.ফ.ম কাউছার এমরান, রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সাংবাদিক আবদুন নূর, জাবেদ রহিম বিজন, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, নজরুল ইসলাম শাহাজাদা, নিয়াজ মোহাম্মদ খান বিটু, মোঃ আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সভায় সাংবাদিক সমাজ ও আলেমদের মধ্যে সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে অতীতের ধারাবাহিকতায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুসম্পর্ক বজায় রাখতে একমত পোষণ করা হয়।

সভায় মাদরাসার পক্ষ থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের জন্য মাদরাসায় আমন্ত্রণ জানানো হলে প্রেসক্লাবের পক্ষ থেকেও আলেম সমাজকে প্রেসক্লাবে আমন্ত্রণ জানানো হয়।

সম্প্রীতি সভায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।






Shares