Main Menu

আলহাজ্ব জহিরুল হক চিশতী জুরু মিয়ার ইন্তেকাল ॥ জানাজা ও দাফন সম্পন্ন

+100%-

joro Photoস্টাফ রিপোর্টার ॥ শহরের মৌলভীপাড়াস্থ মরহুম হাজী আব্দুল খালেকের তৃতীয় পুত্র, জনতা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার খালেক মঞ্জিল নিবাসী আলহাজ্ব জহিরুল হক চিশতী প্রকাশ জুরু মিয়া (৭২) শারিরীক অসুস্থতা জনিত কারণে ঢাকা নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৫ অক্টোবর সোমবার দিবাগত রাত ৮টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তিনি অত্যন্ত মিশুক এবং বন্ধু বৎসল ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যা, ভাই সহ বিপুল সংখ্যক আত্মীয়, শুভাকাংখী রেখে গেছেন। তিনি গরীবে নেওয়াজ হযরত খাজা মাঈন উদ্দিন চিশতী (রহঃ) এর একনিষ্ঠ ভক্ত ও অনুসারী ছিলেন। মরদেহ খালেক মঞ্জিলের বাস ভবনে ফেরত আসার পর মুহুর্তের মধ্যে আলহাজ্ব জহিরুল হক চিশতী (জুরু মিয়া) এর মৃত্যু সংবাদ শহরে ছড়িয়ে পড়লে তাঁকে শেষবার দেখার জন্য বাসভবনে শোকাহত আত্মীয় ও শুভাকাংখীদের ভীর জমে। পারিবারিক সিদ্ধান্তে শেষ গোসলের পর বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ও বাদ জোহর শিমরাইলকান্দি বড় বাড়ী এলাকায় ২ দফা জানাজার পর মরহুমের মরদেহ শিমরাইলকান্দি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।






Shares