আবারো হেলথ প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি
আবারো ব্রাহ্মণবাড়িয়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকরি রাজস্বকরণ ও ট্রাস্ট আইনের ২২ এর ‘ঘ’ ধারা বাতিলের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। জেলা সদর ও বিজয়নগর উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি শুরু হয়।
সদর উপজেলা সিএইচসিপির সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিএইচসিপির সভাপতি হোসেন আহমেদ খাঁ, সাংগঠনিক সম্পাদক ধীরেশ দেবনাথ, বিজয়নগর উপজেলা সিএইচসিপির সভাপতি তাপস চন্দ্র পাল, সদর উপজেলা সিএইচসিপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ।
এসময় তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা নিরলসভাবে কাজ করে আসছে। যদি অবিলম্বে আমাদের চাকরি রাজস্বকরণ করে ট্রাস্ট আইনের ২২ এর ‘ঘ’ ধারা বাতিল না করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তাই আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।