ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোকতাদির চৌধুরী এমপি এমপি
আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জেলার সবকটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শনিবার বিকাল ৩টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মঈনউদ্দিন মঈন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সহ সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান বিপ্লব, মোঃ সোহেল রানা মনির, আব্দুল্লাহ্ আল সাঈম। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব অ্যাড. মোহাম্মদ লোকমান হোসেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ কে এম মফিজুল হক ভূঞা মামুন’র সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলী আকবর, উপ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, উপ প্রচার সম্পাদক স্বপন রায়, সদস্য মাহমুদুর রহমান জগলু, ফারুক আহমেদ, ছাদেকুর রহমান শরিফ, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ খান লাভলু, কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম, নরসিংদী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীন মোহাম্মদ দিপু, সাধারণ সম্পাদক রনজন সাহা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল খালেক বাবুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া আক্তার রাখি, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ সহ জেলা আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাবেক জিএস এ কে এম মফিজুল হক ভূঞা মামুনকে সভাপতি, মনিরুজ্জামান ভূইয়া শিপুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।