পূজা মন্ডপ পরিদর্শন কালে মোকতাদির চৌধুরী এমপি
আওয়ামী লীগ সকল ধর্মের চর্চাকে নিশ্চিত করার রাজনীতি করে




এসময় তিনি বলেন আওয়ামী লীগ সকল ধর্মাবলম্বীদের ধর্মচর্চাকে নিশ্চিত করার রাজনীতি করে।ধর্ম যার যার, উৎসব সবার মতবাদের নীতিকে লালন করে দেশে উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে বাস্তব রূপ পেয়েছে।
তিনি বলেন, সারা বিশ্ব বর্তমানে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসাবে মর্যাদা দিচ্ছে। এই মর্যাদা বাংলাদেশ তখনই অর্জন করে যখনই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনা করে।
তিনি বলেন, এই মর্যাদা ভূলুন্ঠিত করে দেশে আবার অশান্তি ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। অপশক্তির এই অপচেষ্টা দেশে সফল হবে না।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাউশির সাবেক মহা-পরিচালক ফাহিমা খাতুন,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসলিমা সুলতানা খানম নিশাত,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মো ইয়াছিন,পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজান আনছারী,কেন্দ্রীয় ছাত্রনেতা তাজুল ইসলাম আপন,মেহেদী হাসান লেনিন,শামীম হোসেন প্রমূখ।
« আশুগঞ্জে শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং কল্যাণ অবসর সুবিধার ৪ কোটি টাকার চেক হস্তান্তর (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে কবরের ভেতরে অক্সিজেন সিলিন্ডার »