হেফাজতের সংবাদ বর্জনের ডাক ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের
হেফাজতে ইসলামের সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ও দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব থেকে এই কর্মসূচি শুরু করা হয়।
প্রেসক্লাব থেকে সাংবাদিকদের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে প্রতিবাদ সমাবেশ করে। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম প্রমুখ।
প্রতিবাদ সভায়, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ অন্যান্য সাংবাদিকদের উপর লাঞ্ছিতকারী ও প্রেসক্লাবে হামলার ঘটনায় দায়ীদের চিন্হিত করে শাস্তির আওয়াত আনার দাবি জানানো হয়। বিচার না হওয়া পর্যন্ত হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্টদের সংবাদ বর্জনের ডাক দেয়া হয়।