সুখে-দুঃখে, বিপদে-আপদে আজীবন পৌরবাসীর সেবা করতে চাই:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমান পৌর পরিষদের সময়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। তাছারা দুইবার পৌরসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও পৌর প্রশাসন পরিচালনায় বিশ্বের বিভিন্ন আধুনিক দেশে সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহনের অভিজ্ঞতা দিয়ে আমি পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি।
মেয়র গতকাল সকালে পৌরসভার উত্তর শেরপুর মসজিদের প্রাঙ্গনে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন বর্তমানে দ্রুতগতিতে পৌরসভাতে উন্নয়ন কাজ চলেছে। উন্নয়নের এই গতিশীলতা রক্ষা করতে হবে। আমি সুখে-দুঃখে, বিপদে-আপদে আজীবন পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আক্তার হোসেন, মহিলা কাউন্সিলর রাহেলা ইসলাম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এলাকার বিশিষ্ট ব্যক্তি হাজী আব্দুল হাসিম খান, কাজী রেজাউল কমির বাবুল, মোঃ শফিকুল ইসলাম, সুলতান আহমেদ, মোঃ আজাদ খান, মোঃ মুজিবর রহমান, আজিজ মিয়া, ইখতিয়ার উদ্দিন স্বপন, এমরান হোসেন মাসুদ, ডা. মোঃ সানাউল্লাহ মাও মোঃ হাফিজ আল শরিফ, মোঃ ইউনুছ মিয়া, মোঃ হামিদুর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ সিদ্দিকুর রহমান, কুতুব উদ্দিন, কাজল মিয়া, সারওয়ার আলম জনি প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন মোঃ নুরুল ইসলাম। প্রেস রিলিজ