শনিবার সন্ধ্যায় আনন্দময়ী কালিবাড়ীতে বসবে গীতার আসর
ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রী কৃষ্ণের মুখনিসৃতঃ বাণী শ্রীমদ্ভগবদগীতা প্রচারের জন্য শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে মায়ের নিত্যদিনের সংক্রীর্ত্তন অংঙ্গনে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চর্চা ও ধর্মীয় আলোচনার মধ্যদিয়ে গীতাপাঠ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। শ্রীশ্রী গীতার আলো, ঘরে ঘরে জালো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সপ্তাহের প্রতি শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চর্চা ও ধর্মীয় আলোচনা করা হবে। এতে কমিটির পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি কামনা করা হয়েছে।
« শুধু নম্বর পাবার জন্য নয়, মানুষ হবার জন্যই শিক্ষা প্রয়োজন : ব্রাহ্মণবাড়িয়ায় নাট্যকার মামুনুর রশীদ (পূর্বের সংবাদ)