Main Menu

মুক্তিযোদ্ধা সংসদ- সন্তান কমান্ডের সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অর রশিদ

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে

+100%-


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সাবেক কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ বলেছেন, পশ্চিম পাকিস্তানী শোষক শাসকের কবল থেকে স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় মরণপন লড়াই করে দেশমাতৃকার বিজয় ছিনিয়ে এনেছেন। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন মুক্ত স্বাধীন বাংলাদেশ। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকল মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পূর্ব রণাঙ্গনে আখাউড়ার পর পাক হানাদার বাহিনীর কবল থেকে ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ- সন্তান কমান্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে র‌্যালী পরবর্তীতে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদ- সন্তান কমান্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহবায়ক ও প্রয়াত জননেতা মাহবুবুল হুদা ভূঁঞার পুত্র অবসরপ্রাপ্ত মেজর মোবাশ্বির ইবাদ এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, এম কে নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া সরকার, বাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ- সন্তান কমান্ড জেলা যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান, মোঃ ফরিদুল ইসলাম, আল আমিন রবিন, সৈয়দ নূর আলম, ফজলুল হক মৃধা, ডাঃ কাঞ্চন কুমার পাল, মতিলাল বণিক, অজিত চন্দ্র দত্ত, মোঃ রমজান আলী, মোঃ রাসেল খন্দকার, এ কে এম জুলকার নাঈন, বীরেন্দ্র পাল, আবুল হাসেম আজাদ, মোঃ ইকবাল হোসাইন, আবু লায়েছ শহীদুল হক, মোঃ শাহনেওয়াজ খান, আলহাজ্ব শামসুল হক। দোয়া মাহফিলে প্রয়াত সকল বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।



« (পূর্বের সংবাদ)



Shares