ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীর মাঝে মাদক,বাল্য, ইভটিজিং সম্পর্কে সচেতন উদ্যোগ
ডেস্ক ২৪:: স্কুল শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান। শহরের প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনামূলক সভা করার কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় ওসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। সভায় মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি মো. মঈনুর রহমান বলেন, একজন মাদকসেবী শুধু নিজের জীবনই বরং তার পরিবারের বাকি সদস্যদের জীবনও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। মাদকসেবী কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।
বাল্য বিবাহ নিয়ে ওসি বলেন, যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো মেয়ের অভিভাবক জোরপূর্বক বাল্য বিয়ে দিতে চান তাহলে সর্বপ্রথম তাকেই প্রতিবাদ করতে হবে। এতে কাজ না হলে পুলিশকে জানাতে হবে। পুলিশ সঙ্গে সঙ্গে ওই বাল্য বিয়ে বন্ধে কার্যকরী উদ্যোগ নেবে। ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের এক হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, অনেক মেয়েরাই ইভটিজিংয়ের শিকার হচ্ছে। কিন্তু তারা ভয়ে মুখ খুলে না। এক্ষেত্রে সকল শিক্ষার্থীদেরকে ইভটিজিংয়ের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। পাশাপাশি পুলিশও এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে। এজন্য ভয় না পেয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান তিনি। নিয়াজ মুহম্মদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহম্মদ মোসা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমান উল্লাহ্, সহকারী শিক্ষক মো. আবুল হোছ্ছাম মিন্টু।