Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আশা’র বিএম’দের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

+100%-

প্রেস বিজ্ঞপ্তি :বেসরকারী উন্নয়ন সংস্থা আশার ব্রাহ্মনবাড়িয়া (সদর) জেলার ব্রাঞ্চ ম্যানেজারদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবে আশা ব্রাহ্মনবাড়িয়া (সদর) জেলার ডিএম মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা হবিগঞ্জ বিভাগের ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন।সভায় অংশগ্রহন করেন আশা ব্রাহ্মনাবাড়িয়া (সদর) জেলার ২৭ জন বিএম, ৬ জন আরএম, অডিটর এবং এএসই। সভা পরিচালনা করেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দেব। সভায় অংশগ্রহনকারী বিএমগণ বিগত ৬ মাসের তাদের কর্মসূচীর অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং উন্নয়নে নিজস্ব মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি সাজেদুল ইসলাম চৌধুরী জানান,‘‘আশা বিশ্ব বিস্তৃত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋনের পাশাপাশি সামাজিক কার্যক্রমেও আশা আজ অগ্রপতিক’’।

বিশেষ অতিথি মোঃ রুহুল আমিন বলেন,‘‘সূচনালগ্ন থেকেই ব্রাহ্মনাবাড়িয়া আশার কার্যক্রম প্রসংশনীয় হয়ে আসছে। আশাও ক্ষুদ্র ঋনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল সেবা কাযক্রমই চালু রেখেছে এ জেলায়।’’

সভাপতি মোঃ আব্দুল আহাদ বলেন, ‘‘ব্রাহ্মনবাড়িয়া জেলায় আশার ৫২টি ব্রাঞ্চের মাধ্যমে প্রায় দেড় লক্ষ সদস্যদের মাঝে প্রায় ৩৫০ কোটি টাকার ও বেশী ঋনের স্থিতি রয়েছে। চলতি জুলাই- ডিসে¤॥^র’১৮ সময়ে ব্রাহ্মনবাড়িয়া জেলায় আশা ৩২০ কোটি টাকা ঋনবিতরনের পরিকল্পনা হাতে নিয়েছে।’’