ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া নার্সদের অপসারণে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সিংয়ের শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে একটার বৃষ্টিতে ভিজে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার সরকারি-বেসরকারি ৫টি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালিত করেন। এতে অংশ নেয় অন্তত দুই শতাধিকের বেশি শিক্ষার্থী।
এর আগে সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। পরে তারা সিভিল সার্জনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।
বুধবার বেলা পৌনে একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউট, তিতাস নার্সিং কলেজ, ইউনাইটেড নার্সিং কলেজসহ পাঁচটি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াফারি কোর্সের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন। এসময় তাদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন ছিল। মানববন্ধেন বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র জোয়ের রনি ও আমেনা ইসলাম, দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও হাফিজা সুলতানা, প্রথম বর্ষের ছাত্র মো. আকাশ মিয়া ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের ছাত্রী সামিয়া আক্তার মার্জিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিল্টন পাল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আকাশ মিয়া আক্তার বলেন, ভুয়া নার্সদের ভুল সেবায় প্রায়ই রোগীদের মৃত্যু হয়। সেই মুহূর্তে রোগীদের স্বজনরা নার্সদের অদক্ষ হিসেবে অপবাদ দেয়। এর আড়ালের গল্প কেউ দেখতে আসে না। বিপরীতে একজন রেজিস্ট্রার্ড নার্সকে দীর্ঘ চার বছর নার্সিং বিষয়ে পড়াশোনা করে এরপর কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। অথচ ভুয়াদের দাপটে প্রকৃত নার্সরাই এখন কর্মহীন।
শিক্ষার্থী মার্জিয়া আক্তার বলেন, ভুয়া নার্সদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে এদের কারণে আমাদের টিকে থাকা কঠিন। তাদেরকে নার্স হিসেবে দেখিয়ে হাসপাতাল-ক্লিনিকগুলো রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। প্রত্যেক ভুয়া নার্সকে শনাক্ত করে তাদের অতিসত্বর অপসারণ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি হলো হাসপাতাল-ক্লিনিকে ছয় মাস থেকে এক বছর মেয়াদী কোর্স সম্পন্নকারী পেশেন্ট কেয়ার নার্সদের সঙ্গে তিন বা বছর মেয়াদী নার্সদের তুলনা করা যাবে না। কারণ তারা ভূয়া নার্স। আমরা তিন বা চার বছর পড়াশােনা শেষে ছয় মার্সের শিক্ষানবীশ নার্স হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিবন্ধিত নার্স হিসেবে বেরসকারি হাসপাতাল-ক্লিনিকে যোগদান করি। আমাদের মর্যাদা দশম গ্রেড। আমাদের সঙ্গে তাদের কোনো তুলনা হতে পারে না।তারা ভূয়া নার্স। তাদেরকে হাসপাতাল-ক্লিনিক থেকে ৪৮ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। আমাদের বেতন নূন্যতম ২০ হাজার টাকা করে দিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, তাঁদের একটি স্মারকলিপি পেয়েছি। তাঁদের থাকা দাবিগুলো যৌক্তিক। এ বিষয়ে আলোচনা স্বাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে৷ ভূয়া নার্সদের অপসারণ হোক আমরাও চাই।