Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসবে ৬২ লক্ষাধিক বই বিতরণ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস,এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক ফরিদা নাজমীন।
বই উৎসবে জেলার ৯ টি উপজেলায় ২ হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ লক্ষ ৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ৬২ লক্ষ ১৩ হাজার ৩৫৫ টি বই বিতরণ করা হয়েছে।

এদিকে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক শিক্ষর্র্থী ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।