পাসপোর্ট করার জন্য এসে ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারী আটক (ভিডিও)
পাসপোর্ট করার জন্য কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার রাতে শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সুকতারা ২০) ও হোসনে আরা (১৯)।
মঙ্গলবার সকালে পুলিশের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কাউতলি এলাকায় সিএনজিতে তল্লাসী চালায় পুলিশ। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসলে দুই নারী কক্সবাজার উখিয়া শরনার্থী শিবির থেকে এসেছে বলে জানায়। তারা আরো জানান, পাসপোর্ট করার জন্য তারা ঢাকার উদ্যেশ্যে যাচ্ছিলেন। তাদের সাথে থাকা অপর ব্যক্তিটিকে জিজ্ঞাসাবাদ করা হলে রোহিঙ্গাদের সাথে তার কোন সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, আটককৃত দুই নারীকে কক্সবাজার উখিয়া শরনার্থী শিবিরে পাঠানোর জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।